Siliguri Child Death: টিকা দেওয়ার কথা বলতেই বেরিয়ে এল আসল ঘটনা, উঠোনের মাটি খুঁড়ে উদ্ধার হল শিশুর দেহ
শিশুটির ভাই প্রেম টাপ্পু জানিয়েছে, রাতে খেয়ে শুয়ে পড়েছিলাম। অনেক রাতে বোনের কান্না শুনেছিলাম। তারপর কী হল জানি না। সকালে উঠে দেখি বোন মারা গিয়েছে। তারপর ঘরের উঠোনে মাটিতে পুঁতে দেওয়া হয়
নারায়ণ সিংহ রায়: উঠোনের মাটি খুঁড়ে উদ্ধার হল শিশুকন্য়ার দেহ। বয়স মাত্র ১৮ দিন। সেই শিশুকন্যাকে মাটিতে পুঁতে রেখেছিল বাবা-মা। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। শিলিগুড়ির ফর্সালাইন এলাকার ঘটনা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন-মেসি-নেইমার মিলেও হারাতে পারলেন না, সর্বকালীন রেকর্ড বেতনে নতুন জার্সিতে CR7!
কীভাবে ওই ঘটনা প্রকাশ্যে এল? স্থানীয় সূত্রে খবর, সোমবার আইসিডিএস কর্মীরা টিকা দেওয়ার কথা বলতে গিয়েছিলেন শিশুটির মা চাঁদনি টপ্পোর বাড়িতে। কিন্তু শিশুটিকে দেখা যায়নি। এনিয়ে চাঁদনিকে চাপ দিতেই সে জানায় শিশুকন্যাটি মারা গিয়েছে। তাকে পুঁতে রাখা হয়েছে বাড়ির উঠোনে। চাঁদনির কথা শুনে চমকে ওঠেন আইসিডিএস কর্মীরা।
আরও পড়ুন-অশোকনগরের পর এবার পূর্ব মেদিনীপুরেও মিলল তেলের সন্ধান
চাঁদনির ওই কথা শোনার পর মাটি খুঁড়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সক। খবর পেয়ে ছুটে আসে বিধাননগর থানার পুলিস। এনিয়ে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বিশ্বজিৎ দত্ত বলেন, এখানে শিশুকন্যাটিকে নিয়ে আসা হয়েছিল। আমি দেখে মৃত বলে ঘোষণা করি। শিশুকন্যার বয়স প্রায় ১৮ দিন। তবে মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে।
শিশুটির ভাই প্রেম টাপ্পু জানিয়েছে, রাতে খেয়ে শুয়ে পড়েছিলাম। অনেক রাতে বোনের কান্না শুনেছিলাম। তারপর কী হল জানি না। সকালে উঠে দেখি বোন মারা গিয়েছে। তারপর ঘরের উঠোনে মাটিতে পুঁতে দেওয়া হয়।