নিজস্ব প্রতিবেদন: শুক্রবার আলিপুরদুয়ারের সভায় তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর এদিনই শাহ-র বক্তব্যের পাল্টা জবাব দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সাংবাদিক বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়। শাহর উদ্দেশে তিনি বলেন, "বাংলা সম্পর্কে খুবই কম বোঝে অমিত। এখানকার মানুষকে নতুন করে কিছু বলার নেই। তাঁদের কাছে নেত্রী একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গেরুয়াশিবিরের তীব্র সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, "বিজেপি কু-কথার নতুন ইতিহাস তৈরী করছে।বাংলাকে নিয়ে আশাবাদী পার্থ চট্টোপাধ্যায় জানান "বাংলার মানুষ এসব মানবে না। ভোট বাক্সেই সমস্ত জবাব মিলবে বলেই বিশ্বাস করেন তৃণমূল।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'মমতাদিদি আপনার সময় শেষ, সমূলে উপড়ে ফেলব এবার', হুঙ্কার অমিতের


বাংলায় ঊর্দূ ভাষার ওপর জোর দেওয়ার অভিযোগের উত্তর দিয়ে শিক্ষামন্ত্রী জানান, বাংলায় সাঁওতালি, রাজবংশী, নেপালিরসহ সমস্ত ভাষাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। জোর করে কোনও ভাষা চাপানোর প্রশ্নই নেই। এখানে সমস্ত ভাষাই সম্মান পেয়েছে। রাজ্যবাসী এসব কু কথার জবাব দেবে বলেই আশাবাদী পার্থ চ্যাটার্জী। শুধু অমিত শাহকেই নয়, এদিন মোদীরকেও বিঁধেছেন মন্ত্রী, তিনি বলেন, কোটি কোটি টাকা নিয়ে প্রধানমন্ত্রীর নিরবতার কেন, গত পাঁচ বছরে কোনও সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি। গেরুয়া দল বাংলায় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ আনেন শিক্ষামন্ত্রী। এদিন নোটবন্দি, চাকরির আকাল নিয়েও পদ্মশিবিরকে বিঁধেছেন তিনি।