নিজস্ব প্রতিবেদন: ফের রাজ্যে ফাঁস হল নকল পণ্য তৈরির চক্র। রানিগঞ্জ থানার জেকে নগর এলাকায় নকল পানমশলা কারখানায় হানা দিল আসানসোল দুর্গাপুর পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার ওসি শম্পা বোসের নেতৃত্বে এই অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নকল পানমশালা। পানমশালা বানানোর একটি মেশিনও। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কারখানা থেকে বড় নামিদামি কোম্পানির নকল পানমশালা তৈরি হতো। পুলিশ এই ঘটনায় একজনকে আটকও করেছে। এর আগে রানিগঞ্জে নকল তেল, ঘি, প্রসাধন সামগ্রীর কারখানার হদিশ পেয়েছিল পুলিশ। এবার পানমশালা। রানিগঞ্জ এলাকা ক্রমেই নকল সামগ্রীর সাম্রাজ্য হয়ে উঠছে বলে মনে করছেন গোয়েন্দারা।


আরও পড়ুন - সাত বছর ধরে শিকলবন্দি, গরম লোহার ছ্যাঁকা; বাংলার শ্রমিকের উপর নারকীয় নির্যাতন গুজরাটে 


সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকায় ভুয়ো পণ্যের চক্র ফাঁস করেছে প্রশাসন। রানিগঞ্জ ছাড়াও নদিয়ার বিভিন্ন এলাকা থেকে ধরা পড়েছে এই ধরণের কারখানা।  ভেজাল পণ্য ব্যবহার করলে সমূহ বিপদ বলে আগেই সতর্ক করেছেন চিকিত্সকরা।