নিজস্ব প্রতিবেদন:  নিয়ন্ত্রন হারিয়ে তিস্তা ক্যানেলে তলিয়ে গেল একটি গাড়ি। তিস্তা ক্যানেলের লক গেট খোলায় ক্যানেলের জল বেড়ে যায়। ঘটনাস্থলে  চোপড়া থানার পুলিস। শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে গাড়িতে ক’জন ছিল, তা এখনও স্পষ্ট নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  পাড়ার পুজোর প্যান্ডেলের ভিতর চোখ যেতেই জ্ঞান হারালেন স্থানীয় বাসিন্দারা! ভয়ঙ্কর দৃশ্য


প্রত্যক্ষদর্শীরা জানান, শিলিগুড়ি থেকে গাড়িটি আসছিল। গাড়ির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি  ক্যানেলে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তের তিস্তা ক্যানেলের লক গেট খোলা হয়। ফলে ক্যানেলের জল বেড়ে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন।


আরও পড়ুন: এক জন হাতের শিরা কাটল, অপরজন খেল ঘুমের ওষুধ! ক্লাসরুমে ২ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চোপড়া থানার পুলিস। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে। গাড়িটির হদিশ এখনও পাওয়া যায়নি।  গাড়িটিতে কজন যাত্রী ছিলেন, তাও পরিস্কার নয় উদ্ধারকারীদের কাছে। সন্ধ্যা নেমে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।