নিজস্ব প্রতিবেদন: অবশেষে ডুয়ার্স রুটে শুরু হল ট্রেনচলাচল। তবে তা নিয়ে খুব খুশি হতে পারেননি ওই অঞ্চলের রেলযাত্রীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আলিপুরদুয়ার জংশন থেকে ২৭৯ দিন বাদে শিলিগুড়ি জংশন পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চালু হল শনিবার থেকে। আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি প্যাসেঞ্জার ট্রেনটি মাদারিহাট, নাগ্রাকাটা, বাগ্রাকোট স্টেশন থেকে  শিলিগুড়ি যাবে। ট্রেনটি প্রত্যেক স্টেশনেই দাঁড়াবে বলে জানা গিয়েছে। তবে কোনও স্টেশনের কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে না। টিকিট কাটতে হবে অনলাইনে। অথবা টিকিট কাটতে হবে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি জংশন থেকে। এ দু'টি স্টেশন ছাড়া অন্য কোথাও টিকিট পাওয়া যাবে না বলে রেল দফতর সূত্রে জানা গিয়েছে।


ফলে যাত্রীদের কিছু সমস্যা থাকছেই। প্রধান সমস্যা, সব স্টেশন থেকে টিকিট না পাওয়াটা। অনলাইনে টিকিট কাটা সকলের পক্ষে সম্ভব না-ও হতে পারে। অধিকাংশ যাত্রীই অনলাইনে টিকিট কাটতে জানেন না। পাশাপাশি আরও এক সমস্যা আছে। ট্রেনে উঠলেই কাটতে হবে ৭০ টাকা মূল্যের টিকিট। ৫ কিলোমিটার বা ৭০ কিলোমিটার ভাড়া ৭০ টাকাই।


Also Read: দেশের মধ্যে সহ বাংলাদেশের সঙ্গেও জলপথ পরিবহন ২ বছরের মধ্যে