ওয়েব ডেস্ক: ট্রেন চলছে না। সড়ক যোগাযোগও ক্ষীণ । স্টেশনে দিন কাটছে । জলে আটকে পড়া রেল যাত্রীদের গন্তব্যস্থলে পৌছে দেওয়ার কোনও ব্যবস্থা নেই । কাছে থাকা টাকা পয়সা শেষ । প্রচণ্ড খারাপ অবস্থায় দিন কাটছে আটকে পড়া রেল যাত্রীদের । সরকার কোনও ব্যবস্থা নিক, এই দাবি নিয়ে বহু যাত্রী আজ মালদা স্টেশনে বিক্ষোভ দেখান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, জলের তোড়ে ভেসে গেল কিষাণগঞ্জের কাছে সুধানি ব্রিজ। এর জেরে কলকাতা-নিউ জলপাইগুড়ি রেল যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়ল। জল নামলেও চলবে না ট্রেন। ব্রিজ সারাতে কম করে এক মাস সময় লেগে যাবে। ততদিন ট্রেনে NJP যাওয়া যাবে না। উত্তরবঙ্গ ও উত্তরপূর্ব ভারতের কোনও জায়গাতেও যাওয়া যাবে না।