মালদা স্টেশনে যাত্রী বিক্ষোভ
ওয়েব ডেস্ক: ট্রেন চলছে না। সড়ক যোগাযোগও ক্ষীণ । স্টেশনে দিন কাটছে । জলে আটকে পড়া রেল যাত্রীদের গন্তব্যস্থলে পৌছে দেওয়ার কোনও ব্যবস্থা নেই । কাছে থাকা টাকা পয়সা শেষ । প্রচণ্ড খারাপ অবস্থায় দিন কাটছে আটকে পড়া রেল যাত্রীদের । সরকার কোনও ব্যবস্থা নিক, এই দাবি নিয়ে বহু যাত্রী আজ মালদা স্টেশনে বিক্ষোভ দেখান।
অন্যদিকে, জলের তোড়ে ভেসে গেল কিষাণগঞ্জের কাছে সুধানি ব্রিজ। এর জেরে কলকাতা-নিউ জলপাইগুড়ি রেল যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়ল। জল নামলেও চলবে না ট্রেন। ব্রিজ সারাতে কম করে এক মাস সময় লেগে যাবে। ততদিন ট্রেনে NJP যাওয়া যাবে না। উত্তরবঙ্গ ও উত্তরপূর্ব ভারতের কোনও জায়গাতেও যাওয়া যাবে না।