ওয়েব ডেস্ক: ভেঙে গেল জ্যোতি বসুর রেকর্ড। দেশে টানা সব থেকে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার নজির গড়লেন পড়শি রাজ্য সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং। নতুন নজির করে শনিবার ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন  ৬৮ বছর বয়সী মুখ্যমন্ত্রী। লাগাতার সমর্থন করার জন্য সিকিমবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৯৪ সালের ১২ ডিসেম্বর সিকিমের মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা চামলিং। সেই থেকে লাগাতার ৫ দফায় মুখ্যমন্ত্রী পদে বহাল থেকেছেন তিনি। খাতায় কলমে টানা ২৩ বছর ৪ মাস ১৭ দিন।


 



এর আগে এই রেকর্ড ছিল পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী বামনেতা জ্যোতি বসুর। ১৯৭৭ সালের ২১ জুন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন জ্যোতি বসু। ২০০০ সালের ৬ নভেম্বর মুখ্যমন্ত্রীত্ব থেকে অবসর নেন তিনি। 


ঐতিহাসিক সৌধ বেসরকারি হাতে দেওয়ার প্রশ্ন নেই, স্পষ্ট করল কেন্দ্র


১৯৮৫ সালে প্রথমবার সিকিম বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন চামলিং। এই কৃতিত্বের জন্য বাবা-মা, সিকিমের জনতা, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট ও কেন্দ্রীয় সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।