নিজস্ব প্রতিবেদন: পেগাসাস সম্পর্কিত কোনও তথ্য থাকলে তদন্ত কমিশনকে তা জানাতে পারেন আপনিও।  বৃহস্পতিবার বিভিন্ন সংবাদপত্রে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করল তদন্ত কমিশন। পেগাসাস ইস্যুতে ইতিমধ্যেই উত্তাল বাদল অধিবেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ও কমিশন গঠন করেছেন। সেই কমিশনের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এমবি লকুর এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবারে প্রকাশিত নোটিসে জানান হয়েছে, কোনও ব্যক্তি, সংস্থার কাছে পেগাসাস ‘হ্যাক’ নিয়ে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ তথ্য থাকলে তা সুপ্রিম কোর্টের বিচারপতি (অবসরপ্রাপ্ত) এমবি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) জ্যোতির্ময় ভট্টাচার্যকে নিয়ে গঠিত তদন্ত কমিশনকে জানানো যেতে পারে। সেই নোটিশ প্রকাশের ৩০ দিনের মধ্যে সেই তথ্য জানাতে পারে। বিশেষ পরিস্থিতি ছাড়া ৩০ দিনের পর কোনও তথ্য নেওয়া হবে না। সেজন্য একটি ঠিকানাও দেওয়া হয়েছে - New Town Kolkata Development Authority, Major Arterial Road Kolkata – 700156। সেইসঙ্গে lokur.jbcoi@bangla.gov.in-তে ইমেল করেও তথ্য জানানো যাবে।


আরও পড়ুন, Monsoon Session: সংসদের কাঁচের দরজা ভাঙার অভিযোগ, শান্তনুর পর বিতর্কে অর্পিতা


সরকারের বিরুদ্ধে অভিযোগ,  স্পাইওয়্যারের মাধ্যমে ব্যক্তিগত পরিসরে আড়ি পেতেছে কেন্দ্র। যা দেশের নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করার সমান। একমাত্র দেশের নিরাপত্তাজনিত কারণেই এই ধরনের কাজ করতে পারে সরকার। তবে পেগাসাস কাণ্ডে অভিযোগ উঠেছে, রাজনৈতিক কারণে ব্যক্তিগত পরিসরে আড়ি পেতেছে সরকার।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)