নিজস্ব প্রতিবেদন: লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন অনেকেই। সে কথা মাথায় রেখে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে চলতি সপ্তাহ থেকেই খাদ্য সাথী প্রকল্পে বিনামূল্যে রেশন দ্রব্য বিলি করা শুরু করেছে রেশন ডিলাররা। তবে এবার রেশন দ্রব্য কম দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ধাইখন্ড গ্রামে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন প্রাপ্য রেশন সামগ্রী থেকে কম জিনিস দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখানে শুরু করেন গ্রাহকরা। রেশন ডিলার ক্ষুদিরাম রায়কে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। উত্তেজনা ছড়ায় এলাকায়। জটলা, বিক্ষোভে পরিস্থিতি খারাপ হতে থাকে। 


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ী ও চন্দ্রকোণা টাউন থানার বিশাল পুলিসবাহিনী। ক্ষিপ্ত জনতাকে বোঝাতে বিডিও মাইকে প্রচার শুরু করেন এলাকায়। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শান্ত হয় পরিস্থিতি। 
যদিও অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার। অন্যদিকে অভিযুক্ত রেশন ডিলারের দাবি, সামগ্রী কম থাকাতেই মাল কম দিতে হচ্ছে গ্রাহকদের।
 পরস্থিতি শান্ত হলেও ঘটনার পর এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিসবাহিনী।