নিজস্ব প্রতিবেদন: আজ খড়গপুরে কলাইকুণ্ডার কাছে হরিয়াতাড়া গ্রামে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে চা-চক্রে যোগ দেন জে পি নাড্ডা। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চা চক্রে প্রথমেই যোগ দিয়ে জে পি নাড্ডা বলেন, 'রাতে আমাকে প্রশাসন অনুমতি দেয় চা-চক্র করার জন্য। তারপর আজ সকালেই এত মানুষকে দেখে আমি অভিভূত'। 


এদিনের চা চক্রে তার নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। তিনি সুর চড়িয়ে বলেন, 'পিসি আর ভাইপোর গুণ্ডামির খবর সবাই জানে। সবাই মা-মাটি-মানুষকে ধিক্কার দেয়। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হবে'।


তিনি  আরও বলেন, 'যে মা মাটি মানুষের ওপর ভর করে এসেছিল তৃণমূল, আজ ওঁরা তাঁদের উপর তোলাবাজি করে, গুণ্ডাগিরি করে। বাংলার মানুষের জন্য কিছু করেনি এই সরকার। গরিব মানুষের সাথে যেটা হয়েছে সেটা আর বেশি দিন চলবে না'। 


জে পি নাড্ডা প্রশ্ন করেন, 'মমতাদির এত গোঁসা কেন? ' তার কারণ নিজেই আউড়ে সরকারের তুলোধনা করেন তিনি।  


মঞ্চ ছাড়ার আগে, 'আয়ুষ্মান ভারতের সুবিধা আপনারা পাচ্ছেন কি ? মোদির সরকার এলে সবাই এই সুবিধা পাবেন', এমন আশ্বাস দিয়ে যান। 


এরপর কলাইকুণ্ডা থেকে কপ্টারে চড়ে দিল্লি রওনা হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।