নিজস্ব প্রতিবেদন: লরির ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম হাওড়ার জগৎবল্লভপুর। আগুন লাগিয়ে দেওয়া হয় ঘাতক লরিটিতে। রাস্তা অবরোধ করেন এলাকার মানুষজন। সবেমিলিয়ে তুলকালাম এলাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কেন্দ্র ডেপুটেশনে চেয়েছিল, হোমগার্ডে বদলি করা হল IPS ভোলানাথ পাণ্ডেকে



সোমবার বিকেলে স্বামীর বাইক চড়ে আমতায় বাপের বাড়ি যাচ্ছিলেন মুর্শিদা বেগম নামে এক গৃহবধূ। পথে মুন্সিরহাটের দীপায় একটি চাল বোঝাই লরি তাদের বাইককে মুখোমুখি ধাক্কা মারে। মুর্শিদা বেগম নামে ওই মহিলার মাথার ওপর দিয়ে চলে যায় লরির চাকা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাইকে থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তাঁর স্বামী।


আরও পড়ুন-মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব চাই : Mamatabala, ব্যক্তিগত কে কী বলছে গুরুত্বপূর্ণ নয় : Sougata



এদিকে খবর পেয়েই দুর্ঘটনাস্থলে জড়ো হয়ে যান এলাকার মানুষজন।  তারা ওই চাল বোঝাই লরিটি আটক করে তাতে আগুন লাগিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে জগৎবল্লভপুর থানার পুলিস। হাজির হয় দমকলও। পাশাপাশি রাস্তা অবরোধও করেন এলাকার মানুষজন। তাদের দাবি, মালবোঝাই লরি বেপরোয়াভাবে চলাচল করে। পুলিস কোনওভাবেই তাদের নিয়ন্ত্রণ করে না। শেষপর্যন্ত পুলিস বিষয়টি দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।