নিজস্ব প্রতিবেদন:  কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলনেতাকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। পরে চাপের মুখে পড়ে টাকা ফেরত্ তৃণমূলনেতার। ঘটনাকে ঘিরে উত্তেজনা বীরভূমের সিউড়ির কোমা গ্রাম পঞ্চায়েতের খন্না গ্রাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সকাল থেকেই এলাকার স্থানীয় বাসিন্দারা স্থানীয় ওই তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ৭ দিনের মধ্যে সমস্ত হিসাব দেখানোর প্রতিশ্রুতি দেন ওই তৃণমূল নেতা। কোমা গ্রাম পঞ্চায়েতের খন্না গ্রামের বাসিন্দাদের মূল দাবি, "১০০ দিনের কাজের টাকা এবং সরকারি বিভিন্ন প্রকল্পে নেওয়া বাড়তি টাকা অবিলম্বে আমাদের ফেরত দিতে হবে অথবা আমাদের হিসাব দিতে হবে।"


পাঁচ বছর ধরে দেশে 'সুপার ইমার্জেন্সি' চলছে, ইতিহাস টেনে কেন্দ্রকে তোপ মমতার


স্থানীয় বাসিন্দা গৌতম দাসের অভিযোগ, ‘"গরিব মানুষদের ব্যাঙ্কে নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে তৃণমূল নেতৃত্ব টাকা তুলেছে তাদের নিজস্ব টাকা বলে দাবি করে। এতদিন কেউ সেসব বিষয় বুঝতে না পারলেও এখন সবার নজরে এসেছে।’’


পরে চাপের মুখে পড়ে অভিযুক্ত তৃণমূলনেতা গ্রামবাসীদের টাকা ফেরত দেন।