প্রসেনজিত্ মালাকার: সরকারি খাস জমিতে খেলার মাঠ। দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন স্থানীয় বাসিন্দারা। এবার সেই খেলার মাঠ দখল করে প্রমোটারি করার চক্রান্তের অভিযোগ। তারই বিরুদ্ধে সরব স্থানীয় বাসিন্দারা। বোলপুর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ, স্মারকলিপি জমা এলাকার মানুষজন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বীরভূমের বোলপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাছারিপট্টি। ওই পাড়াতেই বিঘে চারেক জমি জুড়ে রয়েছে খেলার মাঠ। দীর্ঘ ২০-৩০ বছর ধরে স্থানীয় মানুষজন খেলার মাঠ হিসেবে ব্যবহার করেন ওই জমি। কাছারিপট্টির ওই সরকারি জমির উপর সেই খেলার মাঠ দখল করে প্রোমোটারির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তাপস সরকারের বিরুদ্ধে। অভিযোগ, প্রতিবাদ করতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব।


আরও পড়ুন-কারও পায়ে পেইন কিলার স্প্রে; কাউকে দলের বোতল, মইনুল ও তার পরিবারের পরিষেবায় আপ্লুত জল্পেশযাত্রীরা


স্থানীয় বাসিন্দা সঞ্জীব চ্যাটার্জী, হারু রুদ্রদের অভিযোগ, বোলপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস সরকার। কাছারিপট্টিতে চারবিঘে জমির উপর খেলার মাঠটি দখল করতে চাইছেন। সেই মাঠটির জমি প্লট করে বিক্রি করবেন। আমরা তা হতে দেব না। প্রতিবাদ করতে গেলে পাল্টা হুমকি দিচ্ছে পুলিস দিয়ে গ্রেফতার করিয়ে দেওয়ার। আজ আমরা বোলপুরের মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিলাম। আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামব।


তৃণমূল কাউন্সিলর তাপস সরকারের দাবি, যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন। আমার কাছে খবর বোলপুর পৌরসভা এবং পিএইচই যৌথভাবে ওই জমির উপর একটি জলপ্রকল্প নির্মাণ করতে যাচ্ছে। সেই কারণেই জমি ঘেরার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমার এত স্পর্ধা নেই সরকারি জমি দখল করব।


অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বোলপুরের ১৮ নম্বর ওয়ার্ড কাছারিপট্টিতে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ তৈরি হয় দিন কয়েক আগে। তৃণমূল কাউন্সিলর তাপস সরকারের ওয়ার্ডের দলীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। খুব স্বাভাবিকভাবেই এদিন স্থানীয় বাসিন্দারা মহকুমা শাসকের দ্বারস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে শহর বোলপুর জুড়ে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)