নিজস্ব প্রতিবেদন: এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে বিবাদে জড়িয়ে প্রবল বিপাকে দক্ষিণ দিনাজপুরের এক তৃণমূল ছাত্রনেতা। বিক্ষোভ সামাল দিতে শেষপর্যন্ত ক্ষমা চাইতে হল ওই নেতাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হল RAF।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, ৯ জেলা শাসককে তৈরি থাকতে নির্দেশ মুখ্য সচিবের


অভিযোগ, শুক্রবার রাতে বুনিয়াদপুর ফেরত কিছু ব্যবসায়ীর সঙ্গে অভব্য আচরণ করেন বংশীহারি ব্লকের তৃণমূল ছাত্রনেতা সায়ন্তন মণ্ডল। ব্যবসায়ীদের মারধরের অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে।


ওই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধেয় বুনিয়াদপুরে তৃণমূল ছাত্রনেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন সেইসব ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বংশীহারি থানার পুলিস। পরিস্থিতি বেগতিক দেখে নামানো হয় RAF। বিক্ষোভের চোটে শেষপর্যন্ত বাড়ির বাইরে এসে ক্ষমা চাইতে হয় বিক্ষোভকারীদের কাছে।


আরও পড়ুন-প্রবন্ধে Mamata-র প্রসঙ্গ আসাটা স্বাভাবিক,ব্যাখ্যা অজন্তার; শো-কজের সিদ্ধান্ত CPM-র 


স্থানীয় সূত্রে খবর, বুনিয়াদপুর বাজার থেকে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন মুরগি ব্যবসায়ী রবীন্দ্রনাথ সরকার। সেইসময় রহিমপুরে তাঁকে গালিগালাজ করেন তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি। এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতা। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)