নিজস্ব প্রতিবেদন: কলকাতায় ১ বছরে সর্বনিম্ন স্তরে পৌঁছল পেট্রোলের দর। মঙ্গলবার কলকাতায় ১ লিটার পেট্রলের দাম ৭১.৮৯ টাকা। গত বছর ১৬ ডিসেম্বরের পর কলকাতায় এত কম দামে বিক্রি হয়নি পেট্রল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে বাড়তে থাকে জ্বালানির দাম। বিশেষ করে অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে লাফিয়ে বাড়ে তেলের দাম। ৩ অক্টোবর নতুন রেকর্ড গড়ে কলকাতায় ১ লিটার পেট্রল বিক্রি হয় ৮৫.৮০ পয়সায়। এর পর রাজ্য সরকার ১ টাকা কর কমালে কিছুটা কমে তেলের দাম। যদিও ১৭ অক্টোবর পর্যন্ত চলে দামবৃদ্ধি। 



লাগাতার জ্বালানির দাম বৃদ্ধিতে অস্বস্তিতে পড়ে কেন্দ্রীয় সরকার। অস্বস্তি ঢাকতে নানা চেষ্টা করা হয় কেন্দ্রের তরফে যদিও কাজের কাজ হয়নি। ওদিকে জ্বালানির দরে কেন্দ্রীয় কর কমানোর জন্য চাপ দিতে থাকে রাজ্য সরকারগুলি। তবে তাতেও মাথা নোয়ায়নি মোদী সরকার। 


মধ্যরাতে বড়দিনের প্রার্থনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, শান্তির বার্তা দিলেন মমতা


১৮ অক্টোবর থেকে শুরু হয় জ্বালানির দরের লাগাতার পতন। লাফিয়ে নামতে থাকে পেট্রল ও ডিজেলের দর। ১৭ অক্টোবরের পর থেকে প্রথম ১২ ডিসেম্বর বাড়ে পেট্রলের দাম। শুধুমাত্র নভেম্বরেই ৬.৩৭ টাকা কমে পেট্রলের দাম। ডিসেম্বরে এখনো পর্যন্ত ২.৬৬ টাকা কমেছে পেট্রোলের দাম।