নিজস্ব প্রতিবেদন: বহুদিন ধরেই চলছিল ভেজাল কারবার। এবার ধরা পড়ে গেল। জনতার চাপে পড়ে শেষপ‌র্যন্ত পুলিস আটক করল মেখলিগঞ্জের ওই পাম্প মালিক ও দুই কর্মীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার তেলে ভেজাল দেওয়ার বিষয়টি টের পেয়ে ‌যান বিহারের বাসিন্দা বিজয় কুমার। নিজের গাড়িতে তেল ভরার সময় তিনি বুঝতে পারেন পেট্রলে মেশানো হয়েছে কেরোসিন। বুঝতে পেরে বিজয় কুমার  তেল কোম্পানির আধিকারিকদের নম্বর চান পাম্পের কর্মীদের কাছে। পাম্প কর্মীরা তা দিতে না পারায় তিনি সোজা চলে যান স্থানীয় থানায়। সরাসরি তিনি ওই পাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ |


এদিকে ভেজাল তেলের খবর পেয়েই পাম্পে জড়ো হয়ে ‌যায় এলাকার বহু মানুষজন। পুলিস আসার আগেই তা প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে ‌যায়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ পাম্পের দুইজন কর্মী ও মালিককে আটক করে।


আরও পড়ুন-সাত বছর ধরে শিকলবন্দি, গরম লোহার ছ্যাঁকা; বাংলার শ্রমিকের উপর নারকীয় নির্যাতন গুজরাটে


উল্লেখ্য, পাম্পটি মেকলিগঞ্জের নিজতরফ এলাকায়।  অভিযোগকারী বিজয়কুমার বিহারের বাসিন্ধা | তিনি মেকলিগঞ্জে আসেন তার আত্মীয়র বাড়িতে | ফায়ার যাবার সময় ওই পাম্প থেকে তেল ভরতে যান তিনি | তখনই তাঁর নজরে আসে বিষয়টি।


 স্থানীয় মানুষদের দাবি, বন্ধ করে দেওয়া হোক ওই অভিযুক্ত পাম্পটি | সব ঠিক করে তবেই ওই পাম্প খোলার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা |