প্রদ্যুত দাস: পাইপ‌লাইনের মাধ্যমে এবার ঘরে-ঘরে ‌পৌঁছে যাচ্ছে রান্নার‌ গ্যাস। হিন্দুস্তান পেট্রোলিয়াম‌ সংস্থার মাধ্যমে ২৪ ঘণ্টা ‌পাওয়া‌ যাবে‌ এই গ্যাস‌ পরিষেবা। কলকাতার পর‌ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম এই গ্যাস‌-পরিষেবা চালু‌ করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: TMC Full Candidate List: লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূলের প্রার্থী হলেন বিপ্লব মিত্রই...


সিটি গ্যাস‌ ডিস্ট্রিবিউশন‌ প্রকল্পের মাধ্যমে এখন খুব সহজেই ঘরে‌-ঘরে‌ পৌঁছে যাবে রান্নার‌ গ্যাস‌। উদ্যোক্তারা‌ জানান, এই গ্যাস‌ পরিষেবা সিলিন্ডারের‌ তুলনায় অনেক সহজ‌ ও সুরক্ষিত। এছাড়া সিলিন্ডারের‌ তুলনায় এই‌ গ্যাস‌ পরিষেবায়‌ খরচও অনেক কম হবে বলে জানান হিন্দুস্তান পেট্রোলিয়াম‌ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।


হিন্দুস্তান পেট্রোলিয়াম‌ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চারণ্য কে‌ এম‌ ডুব্ভুরু জানান, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েত এলাকায় প্রথম এই পরিষেবা দেওয়া হচ্ছে। পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েতের পাতকাটা‌ কলোনি-সহ বিভিন্ন এলাকায় পাইপলাইনের‌ মাধ্যমে ঘরে ঘরে মিটার বসানো হচ্ছে। 


আরও পড়ুন: Jhargram: ব্রিগেডে না এসে পুরুলিয়ায় কুড়মিদের সভায় ভিড় কেন ঝাড়গ্রামবাসীর?


পাইপ লাইনের মধ্য দিয়ে বাড়ি-বাড়ি মিটার বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। পরবর্তীতে জলপাইগুড়ি শহর‌-সহ দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলাতেও‌ চালু করা হবে এই ‌ঘরে‌-ঘরে গ্যাস‌ পরিষেবা।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)