ভোটের আগে অশান্তির পরিকল্পনা? চায়ের দোকান থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে অভিযান শুরু হয়েছে। মনে করা হচ্ছে এর পিছনে একটি বড় চক্র কাজ করছে।
নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবার চায়ের দোকান থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। ঘটনাটি ঘটেছে, হাড়োয়া একটি চায়ের দোকানে। সেখান থেকে গুলি বন্দুক-সহ চা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিস। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে অভিযান শুরু হয়েছে। মনে করা হচ্ছে এর পিছনে একটি বড় চক্র কাজ করছে।
আরও পড়ুন: মদ্যপ অবস্থায় বচসা, দাদাকে পিটিয়ে খুন ভাইয়ের
জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিস হাড়োয়ার খাড়ুবালা এলাকায় একটি চায়ের দোকানে হানা দেয়। তল্লাসি অভিযানে সেখান উদ্ধার হয় দু-রাউন্ড গুলি ও একটি পাইপগান। গুলি বন্দুক রাখার অভিযোগে চা বিক্রেতাকে গ্রেফতার করে পুলিস। দোকান টি সিল করে দেওয়া হয়ছে। প্রথমিক তদন্তে পুলিসের অনুমান ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য দুষ্কৃতীরা এই চায়ের দোকানটি বেছে আগ্নেয়াস্ত্র মজুত করছিল। এই কাজের সঙ্গে যুক্ত বাকি দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিস।