নিজস্ব প্রতিবদন: জাতীয় যুব দিবসে বেলুড়ে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে স্বামীজির ঘরে ধ্যান করেন মোদী। তারপর মন্দিরে গিয়ে শ্রদ্ধার্ঘ দেন। স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দেন প্রধানমন্ত্রী। পরমহংসকে নতমস্তকে প্রণাম করেন তিনি। এরপর পায়ে হেঁটে তিনি যান সভাস্থলে। সভামঞ্চে করজোড়ে স্বামীজিকে স্বরণ করেন মোদী। অন্যদিকে গালিচায় বসে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা য়ায়। স্বাগত ভাষণের পর যুবদের উদ্দেশে বার্তা দেন নরেন্দ্র মোদী। স্বরণ করেন স্বামীজিকেও। কী বললেন তিনি, রইল...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


*বেলুড় মঠ তীর্থ যাত্রার চেয়ে কম নয়। আমার কাছে বেলুড়ে আসা মানেই ঘরে আসা। আমি ধন্য আমাকে এখানে থাকতে দেওয়া হয়েছে। 
* এই ভূমিতে আসার পর মা সারদা দেবীর আঁচল মায়ের কথা মনে করায়।
*  জনসেবাই জীবনের মূল মন্ত্র।
*  সন্ন্যাসীদের সান্নিধ্যে আমি ধন্য 
* স্বামী আত্মস্থানন্দের জন্যই আজ আমি এখানে।
* স্বামীজির সংকল্পের পথেই চলাই দেশের যুবাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। 
* আমরা কখনই একা নই। আমাদের সঙ্গে আর একজন থাকেন। চোখে ধরা পড়েন না। কিন্তু সবসময় আমাদের সঙ্গেই থাকেন। তিনি ঈশ্বর।
* স্বামীজি চেয়েছিলেন একশো যুবক তাঁর হাতে থাকলে দেশকে পরিবর্তন করে দেবেন। আজ বিশ্বের সবচেয়ে বেশি যুবা ভারতে রয়েছেন। এই যুবার উপরই দেশের উজ্জ্বল ভবিষ্যত বলে মনে করতেন স্বামীজি।
* অনেক যবই CAA নিয়ে ভ্রমের শিকার হয়েছে। তাঁদের বোঝানো আমাদের দায়িত্ব
* ডিজিটাল অর্থব্যবস্থায় ভারত প্রথম সারিতে রয়েছে। 
* ১৩০কোটি দেশবাসীর জন্য সংকল্প স্থাপন করেছি। 
* দুর্নীতির বিরুদ্ধে যুবসমাজ পথে নমেছে। বেলুড়ে এলে নতুন শক্তি পাওয়া যায়। ৩ প্রতিবেশী দেশে অত্যাচারের শিকার মানুষদের নাগরিকত্ব দেওয়া আমার কর্তব্য। 
*নিয়ম মেনে আবেদন করলেই নাগরিকত্ব দেওয়া হবে। রাজনীতিবিদ্-রা তা বুঝতেই চাইছেন না। 
*৭০ সালে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চলেছে তার জবাব দিতে হবে পাকিস্তানকে
* চ্যালেঞ্জকেই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা রাখে তরুণ প্রজন্ম। সমস্যার মোকাবিলা করতে হবে
* নাগরিকত্ব আইন নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী।
* নাগরিকত্ব আইন নিয়ে ভ্রম তৈরি করা হয়েছে। যুবাদের মধ্যে সচেতনতা প্রয়োজন। অনেক তরুণ গুজবে প্রভাবিত হয়েছে।
* নাগরিকত্ব আইন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়, প্রদান করার আইন।
* সরকার রাতারাতি নাগরিকত্ব আইন বানায়নি।
* বিদ্যার্থীরা বুঝতে পারছে, কিন্তু রাজনৈতিক কারবারীরা বুঝতে চাইছে না।
* তারা আসলে বুঝতে চাইছেন না বলে কটাক্ষ করলেন মোদী।
* অসমের সংস্কৃতি, ভাষা, জনজাতির কৃষ্টি বজায় রাখার সর্বত পদক্ষেপ করেছে এই সরকার।


আরও পড়ুন: "প্রধানমন্ত্রী নয়, ঘরের ছেলে হিসেবেই ঘরে এসেছি", নৈশাহার সেরে বেলুড় মঠে মন্তব্য মোদীর