মাটিতে লুটোচ্ছে PM Modi-র `হলদিয়া চলো` পোস্টার, খেজুরিতে ব্যাপক বোমাবাজি
বিভিন্ন বুথে বোমাবাজির অভিযোগ বিজেপির।
কিরন মান্না- আজ হলদিয়ায় সভা করবেন PM নরেন্দ্র মোদী। ফলে জেলার বিভিন্ন অংশ থেকে সমর্থকদের সভায় হলদিয়ার সভায় আনার বন্দোবস্ত করেছিল BJP. কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে সকাল থেকে জানা যাচ্ছে। কেশপুর থেকে হলদিয়া যাওয়ার পথে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। ইটবৃষ্টি, বাস ভাঙচুরের মতো ঘটনা ঘটেছিল রবিবার সকালে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, বাইক মিছিল থেকে ইট ছুঁড়েছিল তৃণমূলের সমর্থকরা। তবে তৃণমূল সেসব অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন- দেওয়াল লিখন ঘিরে TMC-BJP সংঘর্ষ, বুথ সভাপতিকে মারধরের অভিযোগ
এবার জানা যাচ্ছে, খেজুরী-১ পশ্চিম মন্ডলের অন্তর্গত হেঁড়িয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও বিজেপির (BJP) সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ব্যাপক বোমাবাজিও চলেছে এলাকায়। খেজুরির গোলাবাড়িতে বিভিন্ন বুথে বোমাবাজির অভিযোগ বিজেপির। আজ নরেন্দ্র মোদীর সভাতে যাতে কেউ যেতে না পারে তাই ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল। BJP-র অভিযোগ এমনই। যদিও সব অভিযোগ অস্বীকার করেছ তৃণমূল। তাদের বক্তব্য, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বোমাবাজি হয়েছে। এমনকী PM Modi-র পোস্টার ছিঁড়েছে খোদ বিজেপি কর্মীরাই।