নিজস্ব প্রতিবেদন: দিলীপ ঘোষের গাড়ির ওপর হামলার প্রতিবাদ। মিছিল ঘিরে উত্তেজনা আসানসোলে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার সকালে বিজেপির ওবিসি মোর্চার নেতৃত্বে প্রতিবাদ মিছিল শুরু হয়। আসানসোলের  গির্জা মোড়ে গিয়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা।  পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের।


আরও পড়ুন: আপাতত অনুমোদন নয়, বিজেপির সঙ্গে আলোচনা করে রথযাত্রার সিদ্ধান্তের ভার রাজ্যকেই


 এরপর বিক্ষোভকারীরা  মুখ্যমন্ত্রীর  কুশপুত্তলিকা  দাহ করতে গিয়ে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক ধস্তাধস্তি হয়। পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


অন্যদিকে, বালুরঘাটেও একই চিত্র। বিজেপির  প্রতিবাদ মিছিলে কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ মুখ্যমন্ত্রীর কুশপুতুল কেড়ে থানায় যায়। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ির উপর হামলা ও দলীয় কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিজেপি।