ফুটপাথবাসীদের কম্বল বিতরণে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ `মদ্যপ পুলিসে`র বিরুদ্ধে
বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ পুলিসের বিরুদ্ধে। মন্তব্যে নারাজ শিলিগুড়ি পুলিস।
নিজস্ব প্রতিবেদন: বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠান ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে। পুলিসের বিরুদ্ধে কোনও কারণ ছাড়াই বাধা দেওয়ার অভিযোগ করেছে বিজেপির যুব মোর্চা। ঘটনায় পুলিসের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।
শনিবার রাতে শিলিগুড়িতে ফুটপাথবাসীদের কম্বল বিতরণ করছিল বিজেপির যুব মোর্চা। ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা নেতা রাজু বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, শিলিগুড়ির প্রধাননগর থানার আইসি মনোজিত্ সরকারের নেতৃত্ব পুলিশ তাঁদের বাধা দেন। পুলিসের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কিও হয়। পুলিস কর্মীরা মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ বিজেপির।
আরও পড়ুন- দুই 'রাজনৈতিক উদ্বাস্তু'র মিলনের সাক্ষী রইল উলুবেড়িয়ায় বিজেপির মঞ্চ
এই বিষয়ে পুলিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তারা মুখ খুলতে নারাজ।