নিজস্ব প্রতিবেদন: চোরাচালান বিরোধী টাস্ক ফোর্সের অভিযানে উদ্ধার হল প্রায় ২০ লক্ষ টাকার কাঠ। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির পথে ট্রাকটিকে আটক করে পুলিস। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালককে। ধৃতের নাম ইমরান খান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারত থেকে শিলিগুড়ি হয়ে কাঠ পাচার হচ্ছে বলে খবর মিলছিল। রবিবার তেমনই একটি ট্রাকের ব্যাপারে সুনির্দিষ্ট খবর মেলে। ঝাড়খণ্ড থেকে কাঠ নিয়ে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি পৌঁছনোর কথা ছিল ট্রাকটির। রাস্তায় সেটিকে আটক করা হয়। ট্রাকটি নাগাল্যান্ডের বলে জানা গিয়েছে। 


শ্রাবণের সোমবারের আগে জেনে নিন তারকেশ্বরের স্বয়ম্ভূলিঙ্গের মহিমা


ট্রাকটিতে ইউক্যালিপটাস গাছের লগ বোঝাই ছিল। প্রায় ২০ লক্ষ টাকার কাঠ ছিল ট্রাকটিতে। কাঠের কোনও বৈধ নথি দেখাতে পারেননি চালক। ট্রাকটিকে আটক করে বনদফতরের অফিসে রাখা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ট্রাকের মালিককে। চালক ও খালাসি পলাতক। ইমরান খান নামে ওই ব্যক্তিকে জেরা করে পাচারকারীদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।