নিজস্ব প্রতিবেদন: ধাবায় বসে রাতের খাবার খাচ্ছিলেন তিন জন। আচমকাই পিছন থেকে কাঁধের ওপর এসে পড়ে হাত। কলার চেপে ধরে চেয়ার থেকে হিচড়ে টেনে তুলে চলতে থাকে চমকানো ধমকানো। দৃশ্য দেখে সবাই যখন হতবাক, তখনই পুলিসের সঙ্গে এক ব্যক্তির কথোপকথনে বেরিয়ে পড়ে ওই তিন জনের কুকীর্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: প্রকাশ্যে সকলের নাকের ডগাতেই বারাসতের জয়া সিটি মলে চলত এই কাজ!


পরনে ভালো পোশাক-সম্ভ্রান্ত চেহারা, শান্ত স্বভাব। তাঁরাই নাকি চিটিংবাজ! জলপাইগুড়ির বাসিন্দা সাম্য সাহা এই তিন জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। তাঁর অভিযোগ,  পোস্ট অফিসের চুক্তি ভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি দেবার নাম করে এই দলটি তাঁর থেকে দফায় দফায় মোট ৫ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।


আরও পড়ুন: দিঘাতে আজ সকালে যে ভয়ানক ঘটনা ঘটল তা আগে কখনও ঘটেনি, হতবাক প্রশাসনও


মঙ্গলবার রাতে ধাবায় বসে খাবার খাচ্ছিল অভিযুক্ত তিন জন। অভিযোগকারী সাম্যও ছিলেন সেই ধাবায়। প্রতারকদের চিনতে পেরেই পুলিসকে খবর দেন তিনি। ধাবায় আটকে রেখে ১ মহিলা সহ মোট ৩ প্রতারককে তুলে দেন পুলিশের হাতে।