নিজস্ব প্রতিবেদন:  ঠাকুরনগর ঠাকুরবাড়ি গুরুচাঁদ মন্দিরের চুরির ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে চুরির কিনারা করল পুলিস। শনিবার মধ্যরাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর এলাকা থেকে তিন জনকে আটক করে পুলিস। ধৃতদের নাম অনুপম রায়, শান্তনু মণ্ডল ও শুভ সমাদ্দার। ধৃতরা সকলেই গাইঘাটা থানার ঠাকুরনগর বণিকপাড়া ও আনন্দপাড়ার বাসিন্দা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিসের জেরায় চুরি করার কথা স্বীকার করেছে তারাই। ধৃতদের কাছ থেকে গুরুচাঁদ মন্দির থেকে চুরি যাওয়া প্রণামী বাক্স-সহ বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। রবিবার সাত দিনের পুলিসি হেফাজত চেয়ে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। প্রসঙ্গত, শুক্রবার ঠাকুরবাড়িতে কয়েক লক্ষ টাকার জিনিস চুরি যায়। এপ্রসঙ্গে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, "অভিযুক্তরা ধরা পড়েছে। পুলিস অত্যন্ত দ্রুততার সঙ্গে চুরির কিনারা করেছে। মন্দিরের নিরাপত্তা আরও বাড়ানো হবে।"