নিজস্ব সংবাদদাতা, হাড়োয়া: কর্তব্যরত পুলিস অফিসারের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠল উত্তর ২৪ পরগণার হাড়োয়া থানার মোহনপুর এলাকা। অভিযুক্ত পুলিস অফিসারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। সূত্রের খবর, দু’দিন ধরে ছাত্র যুব উৎসব চলছিল মোহনপুরের বাছড়া এম সি এইচ হাই স্কুলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ দিন সন্ধ্যায় দশম শ্রেণির এক ছাত্রীর কাছে জল চায় কর্তব্যরত পুলিস অফিসার (এএসআই) জাহাঙ্গীর আলম। ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুল ঘরের দোতলায় জল দিতে গেলে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত এএসআই। এর পরই ছাত্রীর চিৎকার শুনতে পেয়ে সেখানে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা। তারপর স্কুলের ঘরে ঢুকেই অভিযুক্ত ওই এএসআই-কে বেধড়ক মারধর করেন তাঁরা।


আরও পড়ুন: বিশ্বভারতীতে বাম ছাত্রদের উপরে হামলার তদন্তে 'দিল্লি পুলিস' মোদীঘনিষ্ঠ অধ্যাপক


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিস। রাত প্রায় ১১টা নাগাদ ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্ত এএসআই-কে উদ্ধার করে পুলিস। পুলিস জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় এখনও যথেষ্ট চাঞ্চল্য রয়েছে।