বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরতে গিয়ে আক্রান্ত পুলিস
রবিবার রাতে ডাঙ্গি গ্রামে মজনূরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিসের। ঘটনাকে ঘিরে প্রায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ডাঙ্গি গ্রামে। আহত দুই গ্রামবাসী। পুলিসের ওপর হামলার অভিযোগে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ।
আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন না অর্থসঙ্কট? দমদমে প্রাক্তন সিপিএম কাউন্সিলরের মেয়ের কীর্তিতে বাড়ছে রহস্য
রবিবার রাতে ডাঙ্গি গ্রামে মজনূরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তার বাড়িতে অনুপ্রবেশকারীর থাকার কথা ছিল। পুলিশ বাড়িতে ঢোকা মাত্রই তাঁদের উপর ইটবৃষ্টি শুরু হয়। বেশ কয়েকজনকে পুলিশ কর্মীকে আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালপোখরে থানার পুলিস বাহিনী। তাদের ওপরও চলে হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাম্প অ্যাকশন গান চালায়। দুই জন আহত হয়েছেন।
আরও পড়ুন: রথযাত্রা বৈঠকে ফৌজদারি মামলায় অভিযুক্ত জয়প্রকাশ-মুকুলকে নিয়ে প্রশ্ন তুলল রাজ্য
এরপর পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মুক্তির দাবিতে বেঙ্গল টু বেঙ্গল রোড অবরোধ করেছে। টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ।