নিজস্ব প্রতিবেদন: সোনারপুর স্টেশনে রেল অবরোধ ঘিরে ধুন্ধুমারকাণ্ড।  বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে  সোনারপুরে অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিস। আইসি পরেশ রায়ের নেতৃত্বে পুলিস অবরোধকারীদের তুলতে চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অবরোধকারীদের সামলাতে লাঠিচার্জ করে পুলিস। বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মী সমর্থকও। কয়েকজনকে আটক করেছে পুলিস।  পুলিস অবরোধ তুলে নিয়ে মিনিট দশেক আগে বারুইপুর-শিয়ালদা লাইনে ট্রেন চলাচল শুরু হয়।