ওয়েব ডেস্ক: উত্তম মোহান্ত খুনের ঘটনায় জলপাইগুড়ি জেলা সংশোধনাগারে থাকা তাঁর স্ত্রী লিপিকার সঙ্গে মুখোমুখি বসিয়ে অনির্বাণ রায়কে জেরা করবে পুলিস। এ নিয়ে পুলিসের আবেদন আদালত মঞ্জুর করেছে বলে খবর। শুক্রবার গ্রেফতারের পর রবিবার লিপিকার প্রেমিক অনির্বাণকে জলপাইগুড়িতে নিয়ে যায় পুলিস। তাঁর কাছ থেকে রেল-সহ বিভিন্ন সরকারি সংস্থার ভুয়ো পরিচয়পত্র, লিপিকা-উত্তমের মেয়ে শ্বেতার এটিএম কার্ড, মোবাইল ফোন উদ্ধার হয়েছে। অনির্বাণের কাছে মিলেছে আরও একটি মোবাইল। তাতে রয়েছে কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার-সহ অন্য পুলিস কর্তাদের ছবি। রয়েছে, বিভিন্ন সংবাদপত্রে বের হওয়া উত্তম মোহান্তর খুনের খবরের ছবিও। পুলিস জানিয়েছে, ঘটনা কোনদিকে এগোচ্ছে তা জানতেই ইন্টারনেটে খবর দেখে নিজেকে আপডেট রাখত অনির্বাণ। আর পুলিস ধরতে গেলে যাতে পালাতে পারে সেজন্য পুলিস কর্তাদের ছবিও মোবাইলে রেখে দেয় সে।