নিজস্ব প্রতিবেদন: লকডাউন না মেনে রাস্তায় বেরিয়ে পড়েছেন স্থানীয়রা। তাঁদের বাধা দিতে গিয়ে হাওড়ায় আক্রান্ত পুলিস। টিকিয়াপাড়া এলাকার বেলিলিয়াস রোডের ঘটনা। পরিস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উত্তেজিত জনতা পুলিসের গাড়ি গাড়ি ভাঙচুর শুরু করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়া হয়।পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিসবাহিনী নামানো হয় ওই এলাকায়। শুধু তাই নয়, নামানো হয় ব়্যাফও। হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া বেলিলিয়াস রোডকে ইতিমধ্যেই হটস্পট জোন ঘোষণা করা হয়েছে। চলছে সম্পূর্ণ লকডাউন। যেকোনও জমায়েতেই নিশেধাজ্ঞা জারি রয়েছে এলাকায়। 


তবে সেসব উড়িয়েই ওই এলাকায় আজ ফল কেনার জন্য বিকেলে ভিড় জমায় এলাকার মানুষ। বাধা দিতে গিয়েই বচসা শুরু হয় পুলিসের সঙ্গে। আর তা থেকেই পরিস্থিতি অবনতি হতে শুরু করে। যদিও পুলিসি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। চলছে নজরদারি।