ওয়েব ডেস্ক: বামেদের বিক্ষোভ ঘিরে তুলকালাম হল বারাসতেও। জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভের সময় হঠাতই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি দিয়ে শুরু। ব্যারিকেড ভাঙতেই পুলিসকে লক্ষ্য করে ছোড়া শুরু হয় পচা আলু, ডিম, ইট-পাটকেল। এমনকি চকোলেট বোমা ছোড়া হয় বলেও অভিযোগ পুলিসের তরফে। এরপরই লাঠিচার্জ শুরু করে পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। 


বামেদের মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। ঘটনায় তাদের তিনশো কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছে বামেরা। প্রতিবাদে বারাসত স্টেশন, চাঁপাডালি মোড় ও ডাকবাংলো মোড়ে অবরোধ শুরু করেন বাম কর্মী সমর্থকরা। অবরোধের জেরে শিয়ালদা-বনগাঁ ও বারাসত-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে অবরোধ উঠে যায়।