নিজস্ব প্রতিবেদন: পূর্ব বর্ধমানজুড়ে অক্সিজেনের কালোবাজারি রুখতে তৎপর প্রশাসন। বুধবার মেমারি ২ ব্লকের পাহাড়হাটি এলাকার অভিযান চালাল মেমারি থানার পুলিস। ওই এলাকার একটি গোডাউন থেকে বেআইনি ভাবে মজুত করে রাখা ৪৭টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হচ্ছে 'যশ', মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার


বুধবার সকালে মেমারি থানার ওসি দেবাশিস নাগের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অক্সিজেন কালোবাজারির অভিযোগে ধৃত দীপঙ্কর দত্তকে সঙ্গে নিয়ে ওই অভিযান চালানো হয়। তাঁর থেকে পাওয়া খবরের ভিত্তিতেই পাহাড়হাটি এলাকার ওই গ্যাস গোডাউনে তল্লাশি চালানো হয়। যদিও গোডাউনের মালিক পলাতক। তবে সেখান থেকে বাজেয়াপ্ত হয় ৪৭টি অক্সিজেন সিলিন্ডার। সিলিন্ডারগুলি জেলা স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়া হয়।


আরও পড়ুন:  ভগবানপুরে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ শাসকদলের


এর আগে রবিবার পাহাড়হাটির বিডিও অফিসের কাছ থেকে বেআইনি ভাবে মজুত করে রাখার অভিযোগে ৯টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে পুলিস। একই দিনে মেমারি শহর থেকে আরও একটি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার হয়। সোমবার মেমারি থানার পুলিশ আরও ৪টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে। সোমবারই অভিযুক্ত দীপঙ্কর দত্তকে বর্ধমান আদালতে তোলা হলে, তাঁকে চারদিনের পুলিসি হেফাজতে পাঠানো হয়।