নিজস্ব প্রতিবেদন : দিঘার হোটেলে ফেলে এসেছিলেন বিয়ের আংটি। আংটি হারিয়ে মুষড়ে পড়েছিলেন পিংলার সমীর অধিকারী। চার দিনের মাথায় হারানো আংটি ফিরিয়ে দিল পুলিস। বেজায় খুশি দম্পতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, ভূত নাকি ভর করেছে ছাত্রীর উপর! পরের ঘটনা সমাজের জন্য অত্যন্ত লজ্জার


চলতি মাসের ১০ তারিখ বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার করকাই গ্রামের বাসিন্দা সমীর অধিকারী। সৈকত শহরে দুদিন কাটিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার পথে মনে পড়ে আংটির কথা।



আরও পড়ুন,কাজের অছিলায় যুবতীকে বাড়িতে ডাকে প্রতিবেশী যুবক, ফাঁকা ঘরে তারপর...


তখনই ফোন করে পরিচিত একজনকে আংটির খোঁজে ওই হোটেলে পাঠান সমীরবাবু। অথচ হোটেল কর্তৃপক্ষ দাবি করে যে আংটি ওই ঘরে ছিলই না। বাধ্য হয়ে ফিরে গিয়ে নিজেই দিঘা থানায় গিয়ে অভিযোগ জানান পর্যটক।


আরও পড়ুন, দাদার বন্ধুর সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়ায় বোন, কেউ ভাবতে পারেনি পরিণতি এমন নৃশংস হতে পারে!


চারদিনের মাথায় থানা থেকে ফোন যায় সমীরবাবুর মোবাইলে। তারপর? উপযুক্ত প্রমাণ দিয়ে বিয়েতে শাশুড়ির দেওয়া ২৫ হাজার টাকার সোনার আংটি ফিরে পেলেন তিনি। আর বাড়ি ফেরার পথে পুলিসকে জানালেন ধন্যবাদ।