Birbhum: মাড়গ্রামে চৌবাচ্চায় বোমা, উদ্ধার করল পুলিস
কারা বোমা মজুত করেছিল? তদন্তে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র একদিনের। ফের বোমা উদ্ধার হল বীরভূমে, তাও আবার ৪ ড্রাম ভর্তি! আবার সেই মাড়গ্রামে। কারা বোমা মজুত করে রেখেছিল? তদন্তে নেমেছে পুলিস।
বগটুই গ্রামে থেকে দূরত্ব খুব বেশি নয়। এদিন মাড়গ্রামে রামপুরহাট-বিষ্ণুপুর রাজ্য সড়কে ধারে একটি নির্মীয়মাণ বাড়ি পিছনে চৌবাচ্চায় ৪ ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ড্রামগুলি খড় দিয়ে চাপা দেওয়া ছিল। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় থানায়। প্রতিটি ড্রামেই ছিল বোমা! পুলিস ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে।
আরও পড়ুন: Howrah: কলসেন্টারের আড়ালে প্রতারণার কারবার! বেলুড়ে গ্রেফতার ১৩
এর আগে, গতকাল শনিবার মাড়গ্রামের ছোট ডাঙাল গ্রাম থেকে বোমা উদ্ধার হয়। খালের পাশে ৬ টি ব্যারেলের বোমাগুলি রাখা ছিল। গোপন সূত্র খবর পায় পুলিস। পাশের বগটুই গ্রামে এসে রাজ্য় পুলিসের বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ফলে পুলিসের তৎপরতাও বেড়েছে। স্রেফ বীরভূমেই নয়, রাজ্যে চলছে বিশেষ অভিযান। এমনকী, শীর্ষ পুলিস কর্তাদের ছুটিও বাতিল হয়ে গিয়েছে।