নকিব উদ্দিন গাজী: লক্ষ্মীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে গন্ডগোল থামাতে গিয়ে মঞ্চে উঠে নিজেরাই মাইক হাতে গান ধরলেন পুলিসকর্মীরা। রীতিমতো পারফর্ম করলেন পুলিসকর্মীরা। পুলিসের এমন ভূমিকায় বেজায় খুশি ডায়মন্ড হারবার থানার কুলেশ্বর গ্রামের বাসিন্দারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লক্ষ্মীপুজা উপলক্ষে মঙ্গলবার রাতে কুলেশ্বর গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই সময় বেশ কয়েকজন যুবক অনুষ্ঠানে এসে গন্ডগোল বাধায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। যার যেরে উত্তপ্ত হয়ে ওঠে কুলেশ্বর এলাকা। বন্ধ হয়ে যায় লক্ষ্মীপুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরাও নিজেদের জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেন। অন্যদিকে, এই ঘটনার খবর যায় ডায়মন্ড হারবার থানায়। ঘটনার খবর পেয়ে রাতেই বিশাল পুলিসবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে। 


আরও পড়ুন, দিল্লির হোটেলে সহবাস, নববধূর সাজ নিয়ে উত্তরপ্রদেশ থেকে মালদায় এসে ধরনায় প্রেমিকা!


মুম্বই থেকে বাঁকুড়ায় দুর্গাপুজো দেখতে এসে রহস্যজনকভাবে উধাও মা-মেয়ে!


ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের চারজনকে গ্রেফতার করে পুলিস। এদিকে গন্ডগোলের জেরে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন কুমার দে মিউজিশিয়ান ও শিল্পীদেরকে আশ্বাস দিয়ে ফিরিয়ে আনেন। শুধু তাই নয়, গ্রামবাসীদের মনোরঞ্জনের জন্য পুলিসকর্মীদেরও মঞ্চে উঠে পারফর্ম করার নির্দেশ দেন। এরপরই ডায়মন্ড হারবার থানার সেকেন্ড অফিসার রবীন্দ্রনাথ রায়, কনস্টেবল অমিত হালদার সহ বেশ কয়েক জন পুলিসকর্মী সোজা মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে গান ধরেন। যে পুলিসের হাতে লাঠি-বন্দুক ওঠে, গন্ডগোল থামাতে গিয়ে সেই পুলিস নিজেরাই স্টেজে গান গেয়ে পারফর্ম করায় বেজায় খুশি হন স্থানীয় বাসীন্দারা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)