নিজস্ব প্রতিবেদন: ভাটপাড়া পুরসভা এবং ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে প্রায় ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বাড়ি তল্লাশি চালাল  পুলিস এবং বারাকপুর পুলিসের গোয়েম্দা বিভাগ। আদালতের নির্দেশে এই তল্লাশি অভিযান চালানো হয় সাংসদের বাসভবনে ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা গেছে, ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভা এবং ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে তিনটি এফআইআর হয়েছে।


অভিযোগ সমস্ত টাকা বিভিন্ন কোম্পানির নামে সাংসদের আত্মীয়স্বজনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বিশেষ করে অর্জুন সিং-এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পু ভাটাপাড়া পুরসভার ওয়ার্ক অর্ডার দেখিয়ে বেশ কয়েক কোটি টাকার ঋণ নিয়েছিল ভাটপাড়া  কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে। বেনামে এবং বেআইনিভাবে ঋণ নেবার অভিযোগ পেয়ে বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েম্দা বিভাগ তদন্ত শুরু করেছিল। পুলিস সূত্রে খবর সেই তদন্তের ভিত্তিতেই তছরুপের কাগজ পত্র উদ্ধারের জন্য এই তল্লাশি।


বারবার পুলিস তল্লাশির নামে তাঁর বাড়িতে হানা দেওয়াতে ক্ষুদ্ধ বারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, “ আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসাবার চেস্টা করা হচ্ছে। বারেবারে  বাড়ি তল্লাশি করার নাম করে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে পুলিস। এর বিরুদ্ধে আমি আদালতের দারস্থ হব।”

আরও পড়ুন: থ্যাঁতলানো মাথা, ক্ষতবিক্ষত শরীর, পুরনো ভবনের ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার ২ শ্রমিকের দেহ


এই তল্লাশি অভিযানে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য এলাকায় মোতায়েন করা হয় পুলিস বাহিনী । এর আগে বারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে বেশ কয়েকবার নানান ইস্যুতে সাংসদ অর্জুন সিং-এর বাড়ি তল্লাশি করতে এসে ফিরে যেতে হয়েছে পুলিসকে । সার্চিং অর্ডার না থাকায় পুলিসকে তল্লাশি করতে দেননি সাংসদের নিরাপত্তারক্ষীরা ।