নিজস্ব প্রতিবেদন: বড়সড় সাফল্য পেল কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিস। হনুমান চরাইয়ের বাউরি পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বেআইনি ভাবে তৈরি হওয়া ওষুধ। গ্রেফতার মূল অভিযুক্ত এবং আরও ৪ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ভুয়ো কোম্পানির নাম নিয়ে ওষুধ তৈরি করছিলেন ধৃতরা। স্বাস্থ্য দফতরের অগোচরে সেই ওষুধ বিক্রি করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে সেখানে যায় কুলটি থানার পুলিস। হনুমান চরাইয়ের বাউরি পাড়ার একটি বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন কোম্পানির মালিক ঋতেশ কুমার গুপ্তা। এছাড়া গ্রেফতার করা হয়েছে অজয় গুপ্তা,রূপেশ গুপ্তা,সুমন রুইদাস ও অশোক কুমার চৌধুরীকে।


আরও পড়ুন: বৃদ্ধার রহস্য মৃত্যু! ছেলে বৌমার সঙ্গে রাতের খাওয়া সেরে শুতে গিয়েছিলেন, তারপর...


আরও পড়ুন: শরীরে লুকনো ইলেকট্রনিক ডিভাইস! মান্দারিন ভাষায় পাসওয়ার্ড, হানকে ঘিরে পরতে পরতে রহস্য


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও সরকারি ট্রেড বা ড্রাগ লাইসেন্স ছাড়াই বহাল তবিয়তে বেআইনি ওষুধ তৈরি করতেন ধৃতরা। দীর্ঘদিন ধরে ওই বাড়ির ভিতরে ওষুধ তৈরি হত। বাজারে বিক্রির জন্য এক কোম্পানির লেবেল লাগিয়ে ওষুধ তৈরি হত। ধৃতদের মঙ্গলবার জেলা আদালতে তোলা হয়। তাঁদের পুলিসি হেফাজতে চান আইনজীবী। এই কারবারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।