বিজেপির `গণতন্ত্র বাঁচাও` অভিযানের ধরনা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দিল পুলিস! আটক ২
সেই নির্দেশে বৃহস্পতিবার রাতে ক্যানিং মহকুমা দফতরের সামনে একটি অস্থায়ী ধরনা মঞ্চ তৈরি করে ক্যানিং মন্ডল বিজেপি।
নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে বিজেপির গণতন্ত্র বাঁচাও অভিযান। বিজেপির ধরনা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দিল পুলিস। ঘটনাকে ঘিরে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ২ জনকে আটকও করা হয়েছে।
রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে শুক্রবার প্রতিটি ব্লকে গণতন্ত্র বাঁচাও অভিযানে অবস্থান বিক্ষোভ ও ধরনা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই নির্দেশে বৃহস্পতিবার রাতে ক্যানিং মহকুমা দফতরের সামনে একটি অস্থায়ী ধরনা মঞ্চ তৈরি করে ক্যানিং মন্ডল বিজেপি।
আরও পড়ুন: বেসরকারি স্কুলের আয়-ব্যয়ের হিসাব দেখবে না সুপ্রিম কোর্ট, মামলা ফিরল হাইকোর্টেই
এরপর ক্যানিং থানার পুলিস গিয়ে সেই ধরনা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে দু'জনকে আটকও করে। এপ্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পুলিস বিজেপির যে কোনও সভাই করতে দিতে নারাজ। তৃণমূলকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁরা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, প্রশাসন যা সঠিক মনে করেছে, তাই করেছে।