নিজস্ব প্রতিবেদন: বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ময়নাগুড়িতে। এদিন মিছিল আটকালে প্রথমে রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মীরা। পরে পুলিসকে ঘিরে চলে বিক্ষোভ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩০ ডিসেম্বর মুকুল রায়ের সভাকে ঘিরে ময়নাগুড়িতে তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েক জন জখম হয়। সভা শেষে বাড়ি ফেরার পথে ৫ বিজেপি কর্মী তৃণমূলের হাতে আক্রন্ত হয় বলে বিজেপির অভিযোগ। এর পর পুলিস ২৬ জন বিজেপি কর্মীর নামে মামলা করে। এরমধ্যে ৩ জনকে গ্রেফতারও করা হয়।


আজ সেইসব 'মিথ্যা মামলা' প্রত্যাহার সহ ৬ দফা দাবিতে থানায় ডেপুটেশন দিতে রওনা হয় গেরুয়া বাহিনী। মিছিল থানার কাছে আসলে পুলিস তা আটকে দেয়।


বিজেপি কর্মীরা পুলিসের সামনে বিক্ষোভ দেখালে, পুলিস তাড়া করে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানা যাচ্ছে।


জলপাইগুড়ির পুলিস সুপার অমিতাভ মাইতি বলেন, অনুমতি ছাড়া মিছিল করে থানায় বিক্ষোভ দেখানোর অপরাধে আমরা বিজেপি কর্মীদের গ্রেফতার করি এবং পরে পিআর বন্ডে ছেড়ে দিয়েছি।


বিজেপি জেলা কমিটির নেতা বাপী গোস্বামী জানান, রাজ্যে গণতন্ত্র শেষ হয়ে গেছে। পুলিস তৃণমূলের তাঁবেদার। আমরা শান্তিপূর্ণ ভাবে ডেপুটেশান দিতে গিয়েছিলাম। পুলিস আমাদের উপর আক্রমণ করল। আমরা তাঁবেদার পুলিসের বিরুদ্ধে মামলা করব।