নিজস্ব প্রতিবেদন: কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। গুলিতে আহত এক এসআই। অন্য এক সাব ইনস্পেক্টরকে কোপান হল ধারাল অস্ত্র দিয়ে। নদিয়ার চাপরার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-লকেটের 'রাম নাম' রোখার পুরস্কার, মোক্তারকে মিষ্টি খেতে ১০ হাজার দিলেন মমতা


শুক্রবার রাতে নদিয়ার ডাঙ্গাপাড়ায় দাগী আসামী মহঃ সওদাগরকে গ্রেফতার করতে যায় পুলিস। বাড়ি ঘিরে ফেলার পর তার ওপরে চড়াও হয়ে দুষ্কৃতীরা। তারা গুলি চালালে তা পেট ছুঁয়ে বেরিয়ে যায় সাব ইনস্পেক্টর পিন্টু বর্মনের। প্রবীণ গুরুঙ্গ নামে এক এসআইকে ধারাল অস্ত্র দিয়ে কোপান হয়। তার মাথার আঘাত গুরুতর হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।



উল্লেখ্য, ওই হামলার পরও পিছু হটেনি পুলিস৷ গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত দুষ্কৃতী সওদাগরকে। তাকে সহায়তা করার জন্য আটক হয়েছে তার বেশ কয়েকজন সাকরেদকেও। চাপরা থানায় হাজির হয়েছেন জেলা পুলিশের বড় আধিকারিকরা।


আরও পড়ুন-দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর, পুলিস ফাঁড়িতে হামলা ক্ষুব্ধ জনতার


এলাকায় দাগি আসামী হিসেবে পরিচিত সওদাগর। তার বিরুদ্ধে ডাকাতি, খুন, তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল। গতকাল রাতে বাড়ি ফিরেছে বলে খবর ছিল পুলিসের কাছে। ওই খবরের ভিত্তিতেই তার বাড়িতে অভিযান চালায় পুলিসের একটি বড় টিম। তারপরই পুলিসের ওপরে হামলা চালায় সওদাগর ও তার দলবল।