নিজস্ব প্রতিবেদন: কাটমানি বিরুদ্ধে লড়াইয়ে আরও কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাটমানি সংক্রান্ত কোনও অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে নির্দেশ দিলেন পুলিস সুপারদের। একই সঙ্গে অভিযোগে সারবত্তা থাকলে ওই জনপ্রতিনিধি বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে ৪০৯ ধারায় মামলা দায়েরের নির্দেশ জারি হয়েছে নবান্ন থেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোমবার নবান্নে পশ্চিমবঙ্গ পুলিসের অতিরিক্ত ডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং বলেন, কাটমানি সংক্রান্ত অভিযোগ  পুলিস সুপারদের গুরুত্ব দিয়ে শুনতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগকারী প্রাথমিক প্রমাণ পেশ করতে পারলে ওই জন প্রতিনিধি বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে ৪০৯ ধারায় দায়ের হবে মামলা। 


এবার কাটমানি উদ্ধারে ময়দানে নামছে বিজেপি, বিনামূল্যে মিলবে আইনি সাহায্য


সরকারি কর্মীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকলে ৪০৯ ধারায় দায়ের হয় মামলা। এই ধারায় দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ওই ব্যক্তির। 


গত ১৮ জুন নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি ফেরত দেওয়ার কথা বলতেই রাজ্যজুড়ে শোরগোল পড়েছে। একের পর এক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে উঠেছে কাটমানি নেওয়ার অভিযোগ। টাকা ফেরত চেয়ে জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।