নিজস্ব প্রতিবেদন: আগামী সোমবার ষষ্ঠ দফার নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। তার আগেই ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমান। খণ্ডঘোষের পর এবার গলসী। বৃহস্পতিবার দলীয় পতাকা ও ভোট প্রচার নিয়ে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের মধ্যে ঝামেলার সূত্রপাত। ঘটনায় দু'পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়। পরে ফের দু দলের মধ্যে সংঘর্ষ হয় গলসীর মসজিদপুর গ্রামে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের  দলীয় প্রার্থী শ্যামল সাঁতরার  সমর্থনে প্রচারের সময় লাঠি,বাঁশ, রড নিয়ে অতর্কিতে আক্রমণ করে  সিপিএম। তৃণমূলের আরও অভিযোগ  সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপিও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: টাকা মেলেনি, রাগের মাথায় গলা টিপে খুন করা হল গৃহবধূকে


অন্যদিকে পাল্টা অভিযোগ এনে সিপিএমের কর্মীরা বলেন, ভোটের দিন বুথ দখল করে ভোট করানোর জন্যই এলাকায় সন্ত্রাসীরাজ কায়েম করছে তৃণমূল। উল্লেখ্য, জখম চারজনের মধ্যে দুজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই খণ্ডঘোষের আলিপুর গ্রামে একজন খুন হয়।



এবার গলসীর মসজিদপুর গ্রামেও দুদলের সংঘর্ষে উত্তেজনা ছড়াল গোটা এলাকায়।