নিজস্ব প্রতিবেদন: ভোটের মরসুমে ফের উত্তপ্ত ডায়মন্ডহারবার। ডায়মন্ডহারবার লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী নীরঞ্জন রায় ও তাঁর কর্মী সমর্থকদের নিয়ে পথ অবরোধ করেন, চলে অবস্থান বিক্ষোভ। এদিন নীরঞ্জন রায়ের প্রচার মিছিল আটকায় এলাকার সাধারণ মানুষ। বিক্ষোভে পাল্টা পথ অবরোধ করেন নীরঞ্জন রায় ও তাঁর কর্মী সমর্থকরা। উত্তেজনা ছড়ায় এলাকায়।  ঘটনাটি ঘটেছে দক্ষিণ  ২৪ পরগণার বজবজ থানা এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: প্রার্থীদের বায়োডাটা, শ্রীরামপুর: মাহেশের কেন্দ্রে দড়ি টানাটানি দুই আইনজীবীর, নজরে তীর্থঙ্কর-ও


এলাকাবাসীর দাবি "আমাদের এখানে শান্তিতে আছি, বিজেপি আমাদের এলাকায় অশান্তি সৃষ্টি করবে, আমরা বিজেপিকে ঢুকতে দেবনা। বিজেপির প্রার্থী নীরঞ্জন রায়ের অভিযোগ তৃণমূল কংগ্রেসের মদতে এরা এই রকম করছে। দুই পক্ষের ঝামেলায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।



বজবজ ট্যাঙ্ক রোড অবরোধ শুরু করেন এর জেরে যানজটের সৃষ্টি হয়।