নিজস্ব প্রতিবেদন:  চাষের ব্যপক ক্ষতি হওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক আলু চাষী। চলতি বছর টানা বৃষ্টির কারণে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে তাই ঋণের দায়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন কালনার কয়াগ্রামের মাধব মাঝি নামে এক ভাগ চাষী। স্থানীও ব্যাঙ্কে ঋণ ও বৌমার সোনার গহনা বন্ধক রেখে ভাগে চার বিঘা জমিতে চাষ করতেন মাধব মাঝি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাজারহাট থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার দুষ্কৃতি



এই চার বিঘার মধ্যে আড়াই বিঘা জমিতে হত আলুর চাষ। বৃষ্টিতে জমিতে চাষের সব আলুই জলের তোলায় চলে যায়। তার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় চাষীদের। মাধব মাঝির পরিবার সূত্রে খবর, যে পরিমানে আলুর ক্ষতি হয়েছে তাতে আয় প্রায় হয়নি বললেই চলে। ফলে প্রাপ্যটাকায় ঋণ শোধ করা এবং বৌমার সোনার গহনা ছাড়ানো সম্ভব ছিল না। অন্যদিকে দেনা শোধের চিন্তাও বাড়তে থাকে। রবিবার সন্ধে নাগাদ কীটনাশক খেয়ে নেন মাধব মাঝি। গুরুতর অসুস্থ হয়ে কালনা মহকুমা হসপিটালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় মাধব মাঝি নামে ওই চাষীর।