প্রয়াত প্রাক্তন মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়
দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন প্রতিমবাবু। সম্প্রতি সমস্যা গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল বিধাননগরের নার্সিংহোমে। কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন তিনি। রবিবার সকালে ফের সমস্যা দেখা দিলে তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
ওয়েব ডেস্ক: প্রয়াত বাম মন্ত্রিসভার অন্যতম সদস্য প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা প্রতিম চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৭৯ বছর। রবিবার বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাম জমানায় দমকল দফতরের ভার ছিল তাঁর উপর। সব সামলে শিল্পসত্ত্বারও সমানভাবে চর্চা করতেন তিনি।
দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন প্রতিমবাবু। সম্প্রতি সমস্যা গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছিল বিধাননগরের নার্সিংহোমে। কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন তিনি। রবিবার সকালে ফের সমস্যা দেখা দিলে তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
ব্যালটে ভোট ফেরাতে সমস্যা নেই বিজেপির, বললেন রাম মাধব
রাজনীতির পাশাপাশি অভিনয় জগতেও অবাধ চলাফেরা ছিল প্রতিমবাবুর। মঞ্চ ও পর্দায় মাঝে মধ্যেই দেখা যেত তাঁকে। আমৃত্যু মার্কসমাদী ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক ছিলেন তিনি। তারকেশ্বরের বিধায়ক ছিলেন প্রতিমবাবু।