অয়ন ঘোষাল: জামাই আদর করবেন কী! বাজারে গেলে হাত পুড়িয়ে, পকেটে ফাঁকা করে ফিরতে হচ্ছে মধ্যবিত্তকে। অনেকে বলছেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাব রয়েছে বাজার দরে। অনেকে আবার বলছেন এমনিতেই বাজার চড়া। ইলিশ, গলদা হাজারের উপরে। পাঁঠার মাংস আটশো। অন্যান্য সবজিরও দাম আকাশছোঁয়া। এককথায় থলি হাতে বাজারে গিয়ে কুলকুল করে ঘামছে মধ্যবিত্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জামাই ষষ্ঠীতে ভরসা মায়ানমারের ইলিশই! ব্রহ্মদেশের রুপোলি শস্যেই ছেয়েছে বাজার...


জামাইষষ্ঠীতে এমনিতেই বাজারদর চড়া থাকে। তার উপরে এবার বাজারের লেগেছে ঘূর্ণিঝড় রিমালের ধাক্কা। নষ্ট হয়েছে বিপুল ফসল। তাতেই দাম চড়া। এমনটাই বলছেন অনেকে।  তবে পাল্টা প্রশ্ন সবজির দাম বাড়লে হয় গরম নয়তো বৃষ্টি অজুহাত খাড়া হয়ে যায়। সে যাই হোক দেখে নেওয়া যাক বাজার দর।


হাত দেওয়া যাচ্ছে না মাছের ঝুড়িতে। ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়, ট্যাংরা ৫০০ টাকা, পাবদা ৪০০ টাকা। বাগদা চিংড়ি ৯০০ টাকা,গলদা ১২০০ টাকা, পমফ্রেট ৯০০ টাকা কেজি। মাংসের দামও সমান গরম। চিকেন ২৭০, পাঁঠার মাংস ৮২০-৮৬০ টাকা, পোল্ট্রির ডিম ৭ টাকা।


জামাই আদর করার এমন পর্বে আম, লিচু মাস্ট। লিচু ১৮০ টাকা কেজি, হিমসাগর আম ১৫০ টাকা, ল্যাংড়া ১২০-১৫০ টাকা। আগুন শাক সবজির বাজারেও। শসা বিক্রি হচ্ছে ৯০ টাকায়। মার্চে এই শসার দাম ছিল ৪০ টাকা। বিনস ২০০ টাকা, ক্যাপসিক্যাম ১৫০ টাকা, পেঁয়াজ ৪৫-৫০ টাকা। চন্দ্রমুখী আলু কেজি ৪০ টাকা, জ্যোতি আলু ৩০ টাকা কেজি। গড়িয়াহাটের ব্যবসায়ী মনোরঞ্জন সাহা বলেন, এভাবে বাড়লে সমস্যা। বিক্রি কমে যাচ্ছে। শুনছি দাম আরও বাড়বে। চিকেন ব্যবসায়ী মন্টু মণ্ডল বলেন, গরম পর্যাপ্ত মুরগী বাজারে পাওয়া যাচ্ছে না। তাই দাম চড়া। বাজারে আসা মানুষজন বলছেন যা দাম তাতে জিনিসে হাত দেওয়া উপায় নেই।


এদিকে ১৪ জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই এখনও পর্যন্ত কোনও ট্রলার ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিতে পারেনি। সেই কারণে, এ বছর জামাইষষ্ঠীতে পাওয়া যাবে না বাংলার টাটকা ইলিশ। স্টোরেজের ইলিশের উপরেই নির্ভর করতে হবে আমবাঙালিকে।


সেই মতো মাছের বাজারগুলিতেও পলিথিনে মোড়া স্টোরেজের ইলিশ চলেও এসেছে। তবে রসনাপ্রিয় বাঙালির জন্যে বাজারে ইলিশ মাছ এলেও তার দাম শুনে এখন মাথায় হাত পড়েছে তাঁদের। খুচরো বাজারে ৪০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৮০০ টাকা, ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশের দাম ১০০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের দাম ১২০০ টাকা! এবং ৯০০ থেকে ১ কিলো ওজনের ইলিশের দাম ১৫০০ টাকা!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)