নিজস্ব প্রতিবেদন: হাঁসখালির নির্যাতিতার (Hanskhali Rape Case) পারলৌকিক ক্রিয়া। কোনও পুরোহিত মেলেনি, অভিযোগ পরিবারের। ফলে মৃত নির্যাতিতার পারলৌকিক ক্রিয়া হল না। পরিবারের পাশে থাকার বার্তা দিলেন সেভ ডেমোক্রেসির সদস্যরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বৃহস্পতিবার হাঁসখালি ধর্ষণ কাণ্ডে (Hanskhali Rape Case) নির্যাতিতার পারলৌকিক ক্রিয়া হওয়ার কথা ছিল। পরিবার সূত্রে খবর, সকালে কূলপুরোহিতের বাড়িতে যান নির্যাতিতার জ্যেঠু।। অভিযোগ, গন্ডগোলের কারণে কূলপুরোহিত পারলৌকিক ক্রিয়া করতে চাননি। নাপিতও নির্যাতিতার বাড়িয়ে যেতে চায়নি। পরিবারের অভিযোগ, পুরোহিতকে ভয় দেখানো হয়েছে। তাই তিনি কাজ করতে রাজি হননি।


সেভ ডেমোক্রেসির তরফে বৃহস্পতিবার নির্যাতিতার বাড়িতে যান ৭ জন। প্রতিনিধি দলে ছিলেন, প্রাক্তন উপাচার্য অলোক বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অধক্ষ্য এবং চিত্রশিল্পী দীপালি ভট্টাচার্য, আইনজীবী এবং সেভ ডেমোক্রেসির সম্পাদক সব্যসাচী চট্টোপাধ্য়ায় প্রমূখ। পরে তাঁরা অভিযোগ করেন, কামদুনি দিয়ে ছোট ঘটনার তত্ত্ব শুরু করেছিল সরকার, দশ বছর পরেও একই কথা বলে যাচ্ছে। দেশের জানা উচিত গোটা পশ্চিমবঙ্গে কী ঘটছে। জঙ্গলের রাজত্বে এই ধরনের ঘটনা ঘটে।  


আরও পড়ুন: Sougata Roy: 'মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী নির্যাতন' নিয়ে বিস্ফোরক সৌগত রায়!


আরও পড়ুন: Diamond Harbour: হোটেলের ঘরে ঠাকুমা-নাতনি, বহু ডাকাডাকিতেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই 'হাড়হিম' দৃশ্য


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)