ওয়েব ডেস্ক: দেগঙ্গার হাদিপুরে উত্তর আবজা নগর শিশু শিক্ষা নিকেতনে মিড ডে মিলের গরম কড়াইয়ে পড়ে জখম শিশু, ঘটনায় চাঞ্চল্য চরমে। পরিবারের দাবি, স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতেই এঘটনা ঘটেছে। শিশুটির চিকিত্‍সার দিকেও নজর দেওয়া হয়নি বলে অভিযোগ।   
     
শিশুর পরিবারের অভিযোগ, মিড ডে মিল রান্নার পর গরম খাবারভর্তি কড়াইটি বাইরে বারান্দায় এনে রেখে দেওয়া হয়। অন্য বাচ্চাদের সঙ্গে খেতে আসছিল তাহেরা। হঠাত্‍ করে বাচ্চাদের মধ্যে ধাক্কাধাক্কিতে সে গরম কড়াইয়ে পড়ে যায়। কোমরের নিচে থেকে পা পর্যন্ত পুড়ে যায় তার।


এমন একটি ঘটনার পরও, জখম তাহেরার চিকিত্‍সার দিকে স্কুল কোনও নজর দেয়নি বলে অভিযোগ। পরিবারের সদস্যরা স্কুলে পৌছে, তারপর নার্সারির এই পড়ুয়াকে বারাসত হাসপাতালে নিয়ে যায়। শিশুর পরিবারের তরফে স্কুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে নারাজ।