ওয়েব ডেস্ক: হাসপাতালের ওপিডিতে বিল না মিটিয়ে চলে ‌যাচ্ছেন রোগীরা। কংগ্রেস নেতার মদতে দিনের পর দিন এই পরিস্থিতির শিকার হয়ে আউটডোর পরিষেবা বন্ধ করে দিল কলকাতার সিএমআরআই কর্তৃপক্ষ। অভি‌যোগের তির কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের দিকে। এই ঘটনায় সিএমআরআইয়ের সঙ্গে প্রতিবাদে সামিল হয়ে শনিবার আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাকি বেসরকারি হাসপাতালগুলিও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - সু্প্রিম রায়ে বন্ধ হচ্ছে না আধার-প্যান সংযুক্তিকরণ


সিএমআরআই কর্তৃপক্ষের অভি‌যোগ, আউটডোরে অনেকেই ডাক্তার দেখিয়ে বিল মেটাচ্ছেন না। টাকা দাবি করলেই কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের নাম করে হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার থেকেই ওপিডি বন্ধ করে দিয়েছে হাসপাতালটি। তাদের বক্তব্য, এভাবে হাসপাতাল চালানো সম্ভব নয়। 


সিএমআরআইয়ের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছে শহরের বাকি বেসরকারি হাসপাতালগুলিও। ফলে শুক্রবার শহরের কোনও বেসরকারি হাসপাতালে আউটডোর খুলবে না। বসবেন না ডাক্তারবাবুরা।