ওয়েব ডেস্ক: নিকাশী ব্যবস্থা বেহাল। প্রায় সারা বছরই জমা জলে নাজেহাল ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ড। বর্ষা আসতেই আতঙ্ক বেড়েছে কয়েকগুণ। রোগ-ভোগ নিশ্চিত। বারবার জানানো সত্ত্বেও কেন নির্বিকার পুরসভা? প্রশ্ন ক্ষুব্ধ বাসিন্দাদের।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোনও অজ পাড়া-গাঁ নয়, ডানকুনি পুরসভা এলাকা। কুড়ি নম্বর ওয়ার্ড। ফি বছর ছবিটা থাকে ঠিক এমনই। দেখলে হয়ত মনে হতে পারে, কাশ্মীরের ডাল লেক। পথে বের হলেই, ভরসা শিকারা। কিন্তু আদতে, বাস্তব মোটেই সুখের নয়। বাড়ির বাইরে পা রাখা মানেই এখানে ভোগান্তি। কলাগাছ বা গাড়ির টায়ার দিয়ে বানানো ভেলা কিংবা নৌকো, এই হল যাতায়াতের ভরসা।


জল জমে থাকায় সাপের উপদ্রব লেগেই থাকে। জলবাহিত নানা রোগে ভুগতে হয় বাসিন্দাদের। এলাকার প্রায় প্রত্যেক বাড়িতে চর্মরোগ, পেটের সমস্যা বা জ্বর প্রায় নিত্যদিনের সমস্যা। স্থানীয়দের দাবি, প্রতি বছর ডেঙ্গিতে মৃত্যুর মতো ঘটনাও ঘটে। সবটাই জানে পুরসভা। মৌখিক আশ্বাসও মেলে প্রতি বছর। কিন্তু কাজ? তা হয় না। অভিযোগ বাসিন্দাদের।


বছরের পর বছর এমনই দুর্ভোগ চলছে। আর কবে ব্যবস্থা নেবে প্রশাসন? পৌর এলাকায় থেকেও কেন এই দুর্ভোগ পোহাতে হবে? প্রশ্ন ক্ষুব্ধ বাসিন্দাদের। (আরও পড়ুন- মালদায় তোলাবাজদের হাতে আক্রান্ত ঠিকা শ্রমিক)